খাবারে কেশর দিলে স্বাদ বাড়ে। আর ত্বকে মাখলে উজ্জ্বলতা বাড়ে।

শীতে শুষ্ক ত্বকের সমস্যা দূর করে দিতে পারে কেশর।

২-৩টি জাফরান দুধে ভিজিয়ে রাখুন।

ওই দুধে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিয়ে ত্বকে মাখুন।

এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন।

মিনিট ১৫-২০ রাখার পর কুসুম-কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

এই ফেসপ্যাক ত্বককে নরম রাখব এবং ত্বকের গ্লো বাড়াবে।