হাইপার পিগমেন্টেশনের কারণে কনুইয়ের বিশ্রী ছোপ তৈরি হয়।
মৃত কোষের স্তর জমেও এমন সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ঘরোয়া টোটকার সাহায্য নিন।
অল্প পরিমাণ জলে এক চামচ চিনি গুলে ঘন রস বানিয়ে নিন।
গোল গোল করে পাতিলেবুর কয়েকটা টুকরো করুন।
এবার পাতিলেবুর টুকরো চিনির রস ডুবিয়ে নিন এবং ওটা দিয়ে কনুইয়ে ঘষুন।
পাঁচ-সাত মিনিট ভাল করে ঘষে নেওয়ার পর কনুই জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া টোটকা সপ্তাহে ২ থেকে ৩ দিন করলেই দ্রুত কনুইয়ের বিশ্রী দাগ দূর হয়ে যাবে।