20 April, 2024

হেঁশেলে উপাদান দিয়ে ট্যান তুলুন

credit: istock

TV9 Bangla

কাঠফাটা রোদ্দুরে বেরোলে ত্বকে ট্যান পড়তে বাধ্য। সানস্ক্রিন মেখেও ট্যানকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যায় না। সানস্ক্রিন মাখলেও ট্যান পড়ে।

সবচেয়ে বেশি ঝক্কি পোহাতে হয়, ট্যান তুলতে। রোদে পোড়া ত্বক থেকে দাগ তুলতে কালঘাম ছোটে। তবে, ট্যান তোলার উপায়ও রয়েছে।

বাজারচলতি ট্যান রিমুভ্যাল প্যাক দিয়ে ট্যান তুলতে পারেন। এছাড়া ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা। খুব সহজেই পাবেন উজ্জ্বল ত্বক।

লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। সপ্তাহে ২-৩ বার এই টোটকা কাজে লাগালেই ট্যান উধাও হবে।

রোদে পোড়া ত্বক থেকে দাগছোপ তুলতে টক দইয়ের সঙ্গে শসার রস মিশিয়ে মাখুন। এতে ত্বকের জ্বালাভাবও এড়াতে পারবেন খুব সহজেই।

পাকা পেঁপের সঙ্গে মধু ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে নিন। এই ফেসপ্যাক ট্যান তোলার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে।

ত্বক থেকে ট্যান ও দাগছোপ তুলতে আলুর রস ব্যবহার করুন। রোদে পোড়া জায়গার উপর আলুর রস লাগিয়ে ১৫ মিনিট রাখলেই উপকার পাবেন। 

টমেটো ও মধু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন। এতে অল্প বেসন মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলতে ভীষণ উপযোগী।