ঘষে ঘষে রং তুলতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তাই ঘরোয়া উপাদান দিয়ে দোলের রং তুলুন।

দোলের রং ত্বককে শুষ্ক করে তোলে। তার উপর রং ত্বকের উপর ক্ষতিকারক প্রভাবও ফেলে।

শুষ্ক ত্বকে উপর রং লাগলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই অবস্থায় ত্বকের যত্ন নেওয়া জরুরি।

বেসনের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকের লাগাতে পারেন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।

এছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ত্বকে লাগান।

৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে রং উঠে যাবে এবং ত্বকের আর্দ্রভাব বজায় থাকবে।

যদি নারকেল তেল মেখে দোল খেলেন, তাহলে এই ফেসপ্যাকে চটজলদি রং উঠে যাবে।