সময়ের সঙ্গে বাড়ে ত্বকের বয়সও। ফলে একটা বয়সের পর ত্বকে দেখা দিতে পারে বলিরেখা।

এই বলিরেখার হাত থেকে বাঁচতে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

কলা ভাল চটকে নিন। এবার সেই কলা গোটা মুখে মেখে নিন

একটি পাত্রে এক চামচ মধু নিন। এবার গোটা মুখে ভাল করে লাগিয়ে ধুয়ে ফেলুন

ঠান্ডা দুধে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে মেশান।এবার সেই মিশ্রণ ত্বকে মাখুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর জল দিয়ে ধুয়ে নিন।   

বাদাম তেল ও মধু মিশিয়ে মাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন

এক চামচ তিল তেলের সঙ্গে মেশান দুধ। এই মিশ্রণ ত্বকে লাগালে ফল পাবেন