গরমকালে স্ক্যাল্পেও ঘাম জমে। যার জেরে চুলকানির সমস্যা দেখা দেয়।

স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে, চুলকানি কমাতে শ্যাম্পুই যথেষ্ট নয়।

গরমে স্ক্যাল্পের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা।

স্ক্যাল্প ও চুলে অ্যালোভেরা লাগালেও উপকার পাওয়া যায়। প্রয়োজন অ্যালোভেরা তেল ব্যবহার করুন।

অ্যালোভেরার পাতা থেকে নির্যাস বের করে নিন। তারপর সেটা মিক্সিতে দিয়ে থকথকে জেল বানিয়ে নিন।

এবার ওই অ্যালোভেরা জেলটা নারকেল তেলের সঙ্গে ভাল করে ফুটিয়ে নিন।

সপ্তাহে সাতদিনই ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা তেল। এতেই দূর পালাবে চুলের সমস্যা।