গরমে ত্বকের বেহাল দশা? ত্বকের উপর লাগিয়ে নিন এক টুকরো তরমুজ।

গরমে তরমুজ ত্বকের তরতাজা ভাব বজায় রাখতে সাহায্য করে।

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে আপনি তরমুজকে ব্যবহার করতে পারেন।

দু'টুকরো তাজা তরমুজ নিয়ে ম্যাশ করে নিন।

এবার এতে ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন।

এবার এই ফেসপ্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন।

ফেসপ্যাক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতেই বাড়বে ত্বকের জেল্লা।