ভারতে এসে গেল অ্যামাজ়ন প্রাইম গেমিং।
প্রাইম গেমিং-এর বিশেষ কিছু গেম এখন ভারতেও হাজির।
অ্যামাজ়ন প্রাইম মেম্বারশিপ থাকলে বিনামূল্যেই গেম খেলতে পারবেন।
বাকিদের অ্যামাজ়ন প্রাইমের মাসিক সাবস্ক্রিপশন 179 টাকায় কিনতে হবে।
তিন মাসের সাবস্ক্রিপশন 459 টাকায় কিনতে পারবেন।
বার্ষিক সাবস্ক্রিপশন 1,499 টাকায় কিনতে পারবেন।
এছাড়াও পাবেন ফ্রি শিপিং,অ্যামাজ়ন প্রাইম ভিডিও এবং অ্যামাজ়ন প্রাইম মিউজিক সার্ভিস।