এবার 'বন্দে ভারত' ছুটবে বাংলায়।

চালু হচ্ছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

২০১৯-এ প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেস চালু হয় ভারতে।

প্রথম ট্রেনটি বানাতে খরচ পড়েছিল ৯৭ কোটি।

এই ট্রেনের সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টা।

ট্রেনে কোচ থাকে ১৬ টি। মোট আসন সংখ্যা প্রায় ১১২৮।

সব কোচই শীততাপ নিয়ন্ত্রিত।

ব্রেকফাস্টের খরচ ২০৫ টাকা, মধ্যাহ্ন বা নৈশভোজের খরচ ১৫৫ টাকা।