ধনী হতে বাড়ির কোথায় রাখবেন ধন-সম্পত্তি!
বাস্তু অনুসারে ঘরে টাকা রাখলে সম্পদ বৃদ্ধি পায়।
টাকা কোন দিকে রাখা উচিত এবং কুবের কোন দিকে থাকে, তা জানা আছে?
বাড়ির পূর্ব দিকে সম্পত্তি বা আলমারি বা নিরাপদ রাখা। এ কারণে ক্রমাগত সম্পদ বৃদ্ধি পাবে।
আলমারি যদি দক্ষিণ দিকে থাকে কিন্তু দরজা উত্তর দিকে খোলা থাকে, তাহলে সেই আলমারিতেও আপনার টাকা-পয়সা রাখতে পারেন।
মনে করা হয় কুবের সর্বদা উত্তরদিকে বাস করেন। তাই এদিকে যত্ন নিলে অর্থের অভাব হয় না।
বাড়ির সোনা, রৌপ্য, টাকা, গয়না ইত্যাদি দক্ষিণ দিকে রাখলে বিশেষ ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বাস্তু অনুসারে, পশ্চিমদিকে টাকা রাখলে পরিবারের প্রধানের পক্ষে ক্ষতি হয়। আর্থিক লাভেরও হ্রাস পায়।