জ্যোতিষমতে কর্পূরের গুণে গ্রহ ও বাস্তুদোষ দূর হয়। ঘরের নেতিবাচক শক্তিও দূর হয়।

কর্পূরের রয়েছে একটি নিজস্ব সুগন্ধী।  কর্পূরেরও রয়েছে কিছু ঔষধি গুণ।

পরিবারের মধ্যে ঝামেলা হলে সকাল-সন্ধ্যে ঘরে কর্পূর জ্বালাতে পারেন। ঘরের পরিবেশ শুদ্ধ হয় ও নেটিবাচক শক্তির বিনাস হয়।

ঘরের বাস্তুদোষ দূর হয়। একটি পাত্রের মধ্যে কর্পূর রেখে বাস্তুদোষের জায়গা রেখে দিন, ধীরে ধীরে দোষ কেটে যাবে।

জন্মকুন্ডলীতে পিতৃদোষ বা কালসর্প দোষ থাকলে ব্যক্তির উন্নতি ও সাফল্য থমকে যায়। এই দোষ কাটাতেও কর্পূরের অবদান রয়েছে।

শনিবার করে স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূরের  তেল দিয়ে দিন। শনির দোষ বা দশা কেটে যায় তাতে।

ঘুমনোর সময় দুঃস্বপ্ন দেখলে বা ভয় পেলে বিছানায় কর্পূর রেখে ঘুমান।