অফিসের টেবিলটি এমনভাবে রাখা উচিত যাতে আপনার পিঠ দেওয়ালের দিকে থাকে।
অফিসের টেবিল কখনই সরাসরি দরজার সামনে রাখা উচিত নয়।
অফিসের টেবিলের উত্তর-পূর্ব দিকে স্ক্রিসটালের একটি পেপারওয়েট রাখা উচিত
চা বা কফির কাপ টেবিলের ওপরে উত্তর দিকে রাখুন
অফিসের টেবিলের পিছনের দেওয়ালে একটি ভাল পোস্টার বা ছবি রাখুন।