অনুপম খের প্রতিক্রিয়া জানালেন রিচা চাড্ডার করা পোস্টের বিরুদ্ধে।

রিচা টুইট করেছিলেন,  "গালওয়ান বলেছ হাই"। যা এখন মুছে দিয়েছেন।

উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিবৃতিতে যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনরুদ্ধারে "সরকারের আদেশের জন্য অপেক্ষা করছে"-এর প্রতিক্রিয়ায় রিচার টুইট।

তিনি লেখেন এটা লজ্জাজনক, পাশাপাশি কাপুরুষের কাজ সেনাবাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য।

অক্ষয় কুমার প্রথম এর বিরুদ্ধে টুইটে লেখেন, "এটা দেখে কষ্ট হচ্ছে। কোনও কিছুতেই আমাদের সশস্ত্র সেনা বাহিনীর প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। তাঁরা সেখানে আছেন তাই আমরা বিদ্যমান।"

কে কে মেননও প্রতিক্রিয়া দেন রিচার টুইটের বিরুদ্ধে।

রিচা টুইট করেছিলেন,  "গালওয়ান বলেছ হাই"। যা এখন মুছে দিয়েছেন।

রিচা টুইট করেছিলেন,  "গালওয়ান বলেছ হাই"। যা এখন মুছে দিয়েছেন।