৬ অগস্ট বিকেল ৪টায় মুক্তি পাবে ‘লাইগার’ ছবির ‘আফত’ গানটি।
এখন ছবির প্রচারে নানা জায়গায় ঘুরছেন বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে।
প্রচারে দুইজনের রসায়ন নিয়ে বি-টাউনে চলছে গুঞ্জন।
ইশানকে ছেড়ে বিজয়ের প্রেমে পড়েননি তো অনন্যা।
কফি উইথ করণ-এ মজার ছলে কিছু ইঙ্গিতও দিয়েছিলেন অনন্যা।
যে ভাবে বিজয় তাঁকে প্রচারের সময় আগলে রাখছেন, তা দেখে তাঁদের সম্পর্ক নিয়ে ভাবনা আশা খুব অস্বাভাবিকও নয়।
কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেই বিজয় সামলাচ্ছেন অনন্যাকে।