বিজয় দেবেরাকোন্ডা-- দক্ষিণের সেনসেশন তিনি। তাঁর ভক্তসংখ্যা অগুণতি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি 'কুশি'।
এই ছবিতে বিজয়ের বিপরীতে রয়েছেন সামান্থা রুথ প্রভু। বক্স অফিসে ভালই ব্যবসা করেছে বিজয়ের এই নতুন ছবি।
যদি রশ্মিকা মান্দানা ভারতের ক্রাশ হন তবে তাঁর রিউমারড প্রেমিক বিজয়ও কোনও অংশে কম যান না।
ইন্ডাস্ট্রির অনেক সেলেবই জানিয়েছেন বিজয়ের প্রতি ভাললাগার কথা। এই যেমন রাকুল প্রীত সিং। জ্যাকি ভগনানির সঙ্গে সম্পর্কে থাকলেও রাকুল জানিয়েছেন বিজয়কে ভাল লাগার কথা।
কিয়ারা আডবাণীরও বিজয়কে তাঁর দারুণ ভাল লাগে। তিনি তাঁর দারুণ ভক্ত।
এই তালিকায় রয়েছে সারা আলি খানও। জানিয়েছিলেন বিজয়ের প্রতি তাঁর রয়েছে বিশাল ক্রাশ। এই নিয়ে কম জলঘোলা হয়নি। রটেছিল তাঁরা নাকি একে অপরকে ডেট করছেন।
যদিও সারা এই খবর অস্বীকার করেন। জানিয়েছিলেন তাঁর ও বিজয়ের মধ্যে এ হেন কোনও সম্পর্ক নেই