কফি উইথ করণ-এ এসে অনন্যা আর বিজয় দুইজনেই একটি কথা স্বীকার করলেন।
'লাইগার' ছবির শুটিংয়ের সময় তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ডেট হয়েছে।
বিজয়ের এই পোস্টার জনসমক্ষে এলে তা নিয়ে তুমুল চর্চা হয়।
তারপরও করণের শো এতে এসে বিজয়ও জানিয়েছেন রণবীরের মতো আন্তর্জাতিক স্তরে ন্যুড শুটে তাঁরও আপত্তি নেই।
যা শুনে অনন্যা বলে ওঠেন, তিনি বিজয়কে ন্যুড দেখতে চান।
এই ছবি দক্ষিণ ভারতে ডিস্ট্রিবিউশন হয়েছে ৭২কোটি টাকায়।
ছবিতে মাইক টাইসন অভিনয় করছেন। বিজয়ের চরিত্রটিও একজন বক্সারের।