প্রেম দিবসে হার্ট শেপ নেইল আর্ট বেশ ভাইরাল।
দারুণ সহজ এই আর্ট আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন।
বেস নেইল কালারের উপর বেবি পিংক বা স্কাই ব্লু, সাদা বা ন্যুড শেড দিতে পারেন।
নেইল আর্টের জন্য টুথপিক ব্যবহার করুন।
ডিজাইন করার জন্য একটু ঘন ও মোটা উজ্জ্বল রঙের শেড দিন।
সাধারণ লাল নেইল পেইন্ট দিলে বেশি ভাল হয়। সেটি হার্টের শেপ দিতে পারেন।