ভারতের মাটিতে বসছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের আসর।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর অবধি চলবে এ বারের বিশ্বকাপ।

এ বারের বিশ্বকাপ ভারতের ৫ ক্রিকেটারের জন্য শেষ বিশ্বকাপ হতে পারে। কারা তাঁরা?

ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার এখন বয়স ৩৬। চার বছর পর পরের বিশ্বকাপে তাঁর খেলার সম্ভবনা কম।

বিরাট কোহলি এ বারের বিশ্বকাপে খেলার সময় ৩৫এ পড়বেন। তাঁর ক্ষেত্রেও পরের বিশ্বকাপে খেলার সম্ভবনা কম। 

বিরাটের মতো রবীন্দ্র জাডেজা এ বছর ৩৫এ পড়বেন। একই কারণে তাঁকেও পরের বিশ্বকাপে হয়তো না দেখা যেতেও পারে। 

মহম্মদ সামি ৩ সেপ্টেম্বর ৩৩ এ পড়বেন। ৪ বছর পর তিনি বিশ্বকাপে নাও খেলতে পারেন। 

২৩ জুলাই যুজবেন্দ্র চাহালের ৩৩তম জন্মদিন। ৪ বছর পরের বিশ্বকাপে তাই চাহালকেও না দেখা যেতে পারে।