ভারতে লঞ্চ হতে পারে ভিভো ‘টি সিরিজের নতুন ফোন ভিভো টি১।
গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো টি১ ফোন। এবার পালা ভারতে।
৮ জিবি র্যাম এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন।
১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে ভিভো টি১ স্মার্টফোনে।
ভিভো টি১ ফোনে থাকবে ৫জি পরিষেবা।