সূর্যের সংস্পর্শে এলেই বদলে যাবে ফোনের রঙ! ভিভোর নতুন ফোনে থাকতে পারে দারুণ ফিচার।
নতুন বছরের প্রথমেই সম্ভবত ৪ জানুয়ারি লঞ্চ হতে পারে ভিভো ভি২৩ প্রো ফোন।
ভিভো ভি২৩ প্রো ফোনেরই পিছনের অংশ বা ব্যাক প্যানেলের রঙ বদলাতে পারে।
‘চেঞ্জেবল ফ্লুয়োরাইট গ্লাস’ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
অর্থাৎ সূর্যের আলো বা অতি বেগুনি রশ্মির সংস্পর্শে এলে এই ফোনের আসল রঙ পরিবর্তন হবে।