ভারতে আসতে চলেছে ভিভো ভি সিরিজের নতুন ফোন ভিভো ভি২৩ই ৫জি।
এই ৫জি ফোনের দাম দেশে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে।
সম্ভবত ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনেই ভারতে লঞ্চ হবে এই ফোন।
মুনলাইট শ্যাডো এবং সানশাইন কোস্ট— এই দুই রঙে ভিভো ভি২৩ই ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
তাইল্যান্ডে ভিভো ভি২৩ই ৫জি ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে।