ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই১৫সি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।
ডুয়াল রেয়ার ক্যামেরা, ৫০০০ এমএ এইচ ব্যাটারি, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে।
ভিভো ওয়াই১৫সি ফোন মিস্টিক ব্লু এবং ওয়েব গ্রিন- এই দুটো রঙে লঞ্চ হয়েছে।
৩২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ, ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে।
ভিভো ওয়াই১৫সি ফোনের দাম ভারতে কত হবে তা এখনও জানা যায়নি।