Vi-এর কাছ থেকে হাজার হাজার গ্রাহক ছিনিয়ে নিচ্ছে Jio এবং Airtel।

দীর্ঘদিন ধরেই পাহাড়প্রমাণ দেনার দায়ে জর্জরিত হয়ে রয়েছে সংস্থাটি।

এখনই ভারতে Vi-এর 5G নেটওয়ার্ক সার্ভিসের আগমন ঘটার সম্ভাবনা প্রায় নেই।

মূলত এই কারণেই অনেক ইউজ়ার Jio এবং Airtel-র শরণাপন্ন হতে বাধ্য হয়েছে।

5G চালু করার পর জিও এবং এয়ারটেল যথাক্রমে 1.88% এবং 1.32% গ্রাহক পেয়েছে Vi থেকে।

বিশেষজ্ঞদের মতে, কামব্যাক করতে হলে Vi-কে অবিলম্বে ভারতে 5G নেটওয়ার্ক চালু করতে হবে।

সংস্থাটি নিজের ঘাড় থেকে ঋণের বোঝা নামাতে না পারলে সুদিনের মুখ দেখার কোনও আশা নেই।