ত্বকের খেয়াল রাখতে আখরোটের তেল ব্যবহার করুন।
আখরোটের তেলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।
আখরোটের তেল ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বককে পুষ্টি জোগায়।
নিয়মিত আখরোটের তেল ব্যবহার করলে বলিরেখা প্রতিরোধ করা সম্ভব।
চুলের যত্নেও আপনি আখরোটের তেলকে ব্যবহার করতে পারেন।
খুশকির সমস্যায় দারুণ উপযোগী আখরোটের তেল।
স্ক্যাল্পে চুলকানির সমস্যা থাকলে আজই থেকে ব্যবহার করুন আখরোটের তেল।