দৈনন্দিন জীবনে ছোটখাটো ভুল, অশান্তি কখনও এড়িয়ে যাবেন না। এর কারণ বাস্তুদোষের কারণ অন্যতম।

বাড়ির কারোর শরীর খারাপ, আর্থিক সংকট, কেরিয়ারে অবনতি দেখা দিলে বুঝতে হবে বাস্তুতে দোষ কাটানোর সময় এসেছে।

উত্তর-পূর্ব দিকে শৌচালয় থাকলে আর্থিক লোকসান হয়। উত্তর-পূর্ব দিকের ঘর ভুলেও ভাড়া দেবেন না।

বাস্তু মতে, দেওয়ালে কখনই কোনও ছবি বা মূর্তি লাগিয়ে রাখতে নেই। এতে বাস্তু দোষ দেখা দেয়।

বাড়িতে ভগবানের খুব বড় প্রতিমা রাখবেন না। ১ থেকে ১১ আঙুল উঁচু প্রতিমা রাখা অত্যন্ত শুভ।

বাস্তুমতে,ঘরের দরজা ও জানালা বাইরের দিকে খোলা শুভ বলে মনে করা হয় না। দরজা ও জানালা ভিতরের দিকে খোলা উচিত।

বাস্তুমতে, বাড়িতে মৌমাছির চাক থাকা উচিত নয়। বাস্তু দোষ থাকে ৬ মাস।

দরজার একেবারে সামনে যাতে গ্যাস, স্টোভ, উনুন না থাকে। রাতে খাবার রান্নার পর গ্যাস ও রান্নাঘর পরিষ্কার করে নেবেন।