নিয়মিত পাইপ চেক করুন। বেঁকে গিয়েছে বা ফেটে গিয়েছে কি না দেখুন।
দেওয়াল থেকে মেশিনটিকে দূরত্বে রাখুন। তাতে মেশিন দেওয়ালে ঘষা খাবে না।
মেশিন চলার সময় যাতে ঝাঁকুনি না হয়, তা দেখুন।
ওয়াশটাবে থাকা লিন্ট ফিল্টার পরিষ্কার রাখুন।
অনেক সময় কাচার পর ভিতরে সাবান, ফেনা থেকে যায়।
ভিনিগার, বেকিং সোডা দিয়ে ধুয়ে নিন ওয়াশিং মেশিনের ভিতরটা।
কাপড় কাচার পর ভ্যাপসা গন্ধ দূর করতে ঢাকনা খুলে রাখুন।