দিল্লির বেশ কিছু এলাকায় জল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে
যমুনা নদীর জলে অ্যামোনিয়া বেড়ে যাওয়ার কারণে জল পরিশোধনে সমস্যা দেখা দিয়েছে
সোনিয়া বিহার, ভাগীরথী, ওয়াজিরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলা জল শোধনাগারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নতুন দিল্লি এলাকায় জল সরবরাহ প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে