গরমের ফল যেমন লোভনীয় তেমনই রসালো

আম, জাম, জামরুল, সবেদা, তরমুজ, লিচু প্রতিটা ফলই সুমিষ্ট

তরমুজের মধ্যে যেমন জল থাকে তেমনই ফাইবারও থাকে প্রচুর পরিমাণে

কোষ্ঠকাঠিন্য রুখতে সাহায্য করে তরমুজ

একই সঙ্গে ওজন কমাতে আর শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে

দই, মধুর সঙ্গে তরমুজ মিশিয়ে বানিয়ে নিন শরবত

গরমের দিনে টিফিনে রোজ খান একবাটি করে তরমুজ