একটা ককটেল শেকারে কয়েক টুকরো বরফ দিন
এরপর ১/৪ কাপ ভদকা, ১ কাপ তরমুজের রস ও ১ পাতিলেবুর রস ঢেলে দিন
এতে ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন, আর সামান্য সিরাপ দিয়ে ঝাঁকিয়ে নিন
শেকারের বাইরেটা ভিজে গেলে ছাকনি দিয়ে ছেঁকে মার্টিনি গ্লাসে ঢেলে নিন
ওপর দিয়ে তরমুজের কুচি দিয়ে পরিবেশন করুন তরমুজ মার্টিনি