চোখের নীচে কালচা দাগ দূর করতে সাহায্য করে শসা

কিন্তু এর জন্য আপনাকে সঠিকভাবে শসাকে ব্যবহার কর‍তে হবে

শসাকে গোল গোল করে কেটে ফ্রিজে রাখুন

এরপর এটা চোখের উপর ১৫ মিনিট রাখুন।

শসার জ্যুস দিয়ে আইস বানিয়ে নিন। এটাই চোখে চারপাশে লাগাতে পারেন।