চোখে কীভাবে শসা ব্যবহার করবেন?চোখের নীচে কালচা দাগ দূর করতে সাহায্য করে শসাকিন্তু এর জন্য আপনাকে সঠিকভাবে শসাকে ব্যবহার করতে হবেশসাকে গোল গোল করে কেটে ফ্রিজে রাখুনএরপর এটা চোখের উপর ১৫ মিনিট রাখুন।শসার জ্যুস দিয়ে আইস বানিয়ে নিন। এটাই চোখে চারপাশে লাগাতে পারেন।