এবার মানুষের মতো গাছও স্মার্টওয়াচ পরবে।
ব্রাজিলের ন্যানোটেকনোলজি ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা এটি তৈরি করেছেন।
এবার গাছের কখন জল প্রয়োজন, সেই ধারণা পাওয়া যাবে।
এটি বৈদ্যুতিক কার্যকলাপের সাহায্যে কাজ করবে।
স্মার্টওয়াচ সেন্সরটি বসানো থাকবে গাছের পাতায়।
এই সেন্সরটি একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে।
অ্যাপটি ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে গাছের সম্পূর্ণ ডেটা আপনাকে জানিয়ে দেবে।