ওজন কমানোর জন্য সহজ উপায় খুঁজছেন? মাত্র ২০ মিনিটেই কফির রেসিপিটি তৈরি করতে পারেন।

আপনি যদি ফিটনেসের প্রতি যত্ন হোন, তাহলে ডায়েটে এই কফি রোজ খেতে পারেন।

উপকরণ: ১ চা চামচ কফি, ২ কাপ জল, ১ চা চামচ মধু, ২চা চামচ লেবুর রস, ১ ইঞ্চি দারচিনি

খুব সহজ উপায়ে এই কফি তৈরি করতে পারবেন।  প্রথমে ২ কাপ জল প্যান গরম করতে দিন।

তাতে দারুচিনির স্টিকটি দিয়ে দিন।

জল যথেষ্ট গরম হলে তাতে ১ চা চামচ কফি দিন।

এরপর তাতে লেবুর রস ও মধু দিয়ে নেড়ে নিন।

সুস্থ থাকতে শুকনো আদা ও জায়ফল দিতে পারেন।