ত্বক যেমনই হোক ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার জরুরি।
ত্বকে উজ্জ্বলতা আনতে সিরামও ব্যবহার করতে পারেন।
সকালে ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।
মৃত কোষ দূর করতে একদিন অন্তর ত্বক এক্সফোলিয়েট করুন।
প্যান্ডেল হপিংয়ের মাঝে বেশি করে তরল পান করুন।
বাড়ি ফিরে সবার আগে ভাল করে মেকআপ তুলুন।
এই পাঁচ দিন আনন্দের মাঝে ঘুমের সঙ্গে কোনও সমঝোতা করবেন না।