বিড়ালের কান্না কীসের ইঙ্গিত?

শকুনশাস্ত্রে শুভ ও অশুভ কিছু দিক সম্পর্কে বলা হয়েছে।

শকুন শাস্ত্রে বিড়ালের কান্নাকে অশুভ বলে গণ্য করা হয়।

তন্ত্রমতে, বিড়ালকে কালো শক্তির প্রতীক মনে করা হয়ে থাকে।

বাড়িতে বিড়ালের কান্না শুরু হলে বিশ্বাস করা হয় যে বাড়ির কোনও সদস্যের সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে।

নিজেদের মধ্যে লড়াই করলে আর্থিক ক্ষতি এবং পারিবারিক কলহের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়।

বারবার বাড়ির মধ্যে বিড়ালের প্রবেশ কখনও শুভ বলে মনে করা হয় না।