অফিস থেকে ফিরে মাথা ধরে যাওয়া খুবই সাধারণ সমস্যা
সারাদিনের কাজের পর ক্লান্ত লাগা খুবই স্বাভাবিক। সঙ্গে আছে আবহাওয়ার প্রভাবও
তাই অফিস ফেরত ক্লান্তি কাটাতে এক কাপ গরম চা-এর ভীষণ দরকার হয়।
শীত, গ্রীষ্ম বা বর্ষা বাড়ি ফিরে কিন্তু স্নান করতে ভুলবেন না। তবেই আসল শান্তি
আদা, মধু, লবঙ্গ, দারচিনি একসঙ্গে মিশিয়ে লিকার চা-ও বানিয়ে খেতে পারেন।
কিংবা কড়া করে এক কাপ দুধ চা। এই চা যেমন খেতে ভাল লাগে তেমনই মাথাতেও আরাম দেয়। ক্লান্তি দূর করে