অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করেন?

কিন্তু এতে কী বিপদ হচ্ছে তা জানেন কি?

অন্যের চার্জার দিয়ে কখনই চার্জ দেওয়া উচিত না।

এতে ফোন ব্যাটরির খুব ধীরে চার্জ হয়।

ফলে ব্যাটারির সেলগুলি ক্ষতিগ্রস্ত হয়।

এতে ব্যাটারি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে।

এমনকি নিজের পাওয়ার ব্যাঙ্কও অন্যের সঙ্গে শেয়ার করবেন না।