কোলবালিশ ছাড়া একবিন্দু চোখের পাতা এক করতে পারেন না অনেকে

 তবে এটি খারাপ না ভাল অভ্য়েস জানেন?

 বিশেষজ্ঞদের মতে, কোলবালিশ নিয়ে ঘুমনোর উপকারিতা রয়েছে

 দু'পায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমলে মেরুদন্ডের সঙ্গে হাঁটুর হাড়ের ভারসাম্য থাকে

এর ফলে হাঁটুর ব্যথায় আরাম মেলে

কোলবালিশ নিয়ে শুলে কমে নাক ডাকার সমস্যা

এছাড়া কোলবালিশ নিয়ে ঘুমনোর ফলে শরীরে রক্ত চলাচল ভাল হয়