বেশিরভাগ মানুষ মনে করেন, কম্পিউটারের হোম স্ক্রিন রিফ্রেশ করলে দ্রুত কাজ করা যায়।

যদিও হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে বারবার ক্লিক করলে এরকম কিছুই হয় না আদতে।

আপনি যখন রিফ্রেশ করেন তখন সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

কারণ কম্পিউটারের হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার।

হোম স্ক্রিনে থাকা ফোল্ডারগুলি অ্যালফাবেটিক অর্ডারে রিনেম (Rename) করুন।

এবার সেটি পরপর না দেখালে একবার রিফ্রেশ করুন, দেখুন সবগুলি পরপর দেখাচ্ছে।

একটি ফোল্ডারে কিছু বদল করার পর সেটি না দেখালে রিফ্রেশ করুন, হোম স্ক্রিনে সেটি দেখাবে।