পরিবেশ বান্ধব আতসবাজিকেই বলা হয় গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি।

কম দূষণকারী কাঁচামাল ব্যবহার করেই তৈরি হয় এই এই বাজি।

বিশেষজ্ঞদের মতে, এই বাজি ব্যবহার করলে সাধারণ শব্দবাজির থেকে প্রায় ৩০ শতাংশ কম দূষণ হয়।

এই গ্রিন ক্র্যাকার ব্যবহার করলে পরিবেশ যেমন কম দূষিত হবে, তেমনি গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবও একটু কমবে।

সবুজ বাজির তালিকায় রয়েছে ফুলঝুরি, চরকি, তুবরি, রংমশাল, রকেট, তারাবাতির মত বাজিগুলি।

নির্দেশিকা অনুসারে, কালীপুজোর আগে বিক্রি করা শুরু হলেও চিন্তায় রয়েছেন বিক্রেতারা।