শেষ কয়েক বছর ফ্যাশানে ভীষণ ভাবে ইন রাফেল স্লিভস। রাফেল শাড়িও এখন ইন। 

এই রাফেল স্লিভস ব্যাপারটি মোটেই নতুন নয়। আগেকার দিনে জামায় লেস, ঝালরের ব্যবহার বেশি ছিল

আগে কুঁচি শুধুমাত্র জামায় গায়ে থাকত। এখন ব্লাউজের হাতা এমনকী শাড়িতেও থাকছে

কো-অর্ড সেটের সঙ্গে ফ্লেয়ারড রাফেল স্লিভস এখন বেশ চলছে। দেখতেও লাগে ভাল

ফ্লেয়ারড প্যান্টের সঙ্গে বেশ লাগে এই রাফেল টপ। বোটনেক ক্রপ টপে দেখতে বেশ লাগে এই রাফেল স্লিভস

ফুলস্লিভে রাফেলও এখন বেশ চলছে

রাফেল স্লিভে এই শাড়িও এখন ট্রেন্ডিং। প্যাস্টেল শেডসই বেশি জনপ্রিয়