ভারতের মহিলা রাজনীতিবিদদের সাধারণত শাড়ি পরতেই দেখা যায়।
ভারতের নবনির্মিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও প্রিয় পোশাক হল শাড়ি। সাঁওতালি শাড়ির পছন্দ হলেও আরও এক ধরনে শাড়ি পছন্দ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিল্কের একটি বিশেষ ধরনের শাড়ি পরেন।
এই সিল্কের নাম তসর সিল্ক। যাকে পুরনো ভারতের সিল্ক নামেও পরিচিত।
ছত্তিশগড়ের বিলাসপুর, তম্পা ও রায়গড়ে এই বিশেষ সিল্কের শাড়ি পাওয়া যায়।
এই সিল্কের টেক্সচার মসৃণ নয়, সাধারণত রুক্ষ হয়।
খাঁটি সিল্কের শাড়ির দাম ১৫ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।