১৯৯১ সালে জন্ম নেন কিয়ারা আডবাণী

এক সচ্ছল পরিবারেই জন্ম হয় তাঁর

জুহি চাওলা ছিলেন তাঁদের পারিবারিক বন্ধু

ছোট থেকেই ছিল বি-টাউনের সঙ্গে যোগাযোগ

তবে জানেন কি কিয়ারার নাম জন্মসূত্রে কিয়ারা নয়!

কী ছিল তাঁর আসল নাম?

কিয়ারা জন্মেছিলেন আলিয়া হিসেবে

যদিও বি-টাউনে প্রবেশের পর তাঁকে নাম বদলাতে বলেন সলমন

আলিয়া ভাটের সঙ্গে তাঁকে যাতে কেউ গুলিয়ে না ফেলে সেই কারণেই এ হেন প্রস্তাব