বাজারে ফলের গায়ে বিভিন্ন ধরনের স্টিকার দেখা যায়

অনেকেই ভাবেন এই সব ফল বোধ হয় বিদেশ থেকে আমদানি করা

কেউ-কেউ মনে করেন এটা বুঝি ফলের গুণমাণ সূচক

এফ.এস.এস.এ.আই-এর রিপোর্ট অনুযায়ী অন্যান্য দেশে ফলের গুণমাণ বোঝানোর জন্যই এই স্টিকার ব্যবহার করা হয়

কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনও নিয়ম নেই

 আমাদের দেশে ফলের খুঁত ঢাকতেই এই স্টিকার ব্যবহার করা হয়

মানুষকে বিভ্রান্ত করার এই কাজ শুধু এই দেশেই নয়, অন্যান্য দেশেও হয়ে থাকে