অধিকাংশ সন্ন্যাসীর পরনে গেরুয়া বসন কেন থাকে?
আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ঋষি ও তপস্বীরা জাফরান রঙের পোশাক পরেন?
গেরুয়া বা কেশর রঙ হল আলোর আগমনের প্রতীক।
সূর্যের রশ্মিও কেশর রঙের হয়ে থাকে, যা জীবনে নতুন ভোর বয়ে আনে।
সনাতন ধর্মে ঋষি ও সাধুদের অত্যন্ত উচ্চ স্থান দেওয়া হয়েছে।
শাস্ত্রের বিশেষজ্ঞদের মতে, কমলা বা গেরুয়া রঙটি হলে ত্যাগের প্রতীক।
আধ্যাত্মিক পথে চলা ব্যক্তিরা সর্বোচ্চ চক্র অর্জনের জন্য জাফরান রঙের পোশাক পরেন।