বাচ্চা যখন শুয়ে থাকে বা কোনও জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তখন নখ কেটে দিন।
সপ্তাহে ২ বার করে নখ কেটে দিন। নখের ধারগুলি কাটা বেশি শক্ত। তাই একটু বেড়ে গেলেই কেটে দিতে হবে।
শিশুর নখ নরম ও সূক্ষ্ম হয়। দ্রুত বৃদ্ধি পায়। নখের মধ্যে জমে থাকা নোংরা তাদের কাছে মারাত্মক হতে পারে।
আলো যেখানে বেশি, সেখানে নখ কাটুন। শিশুর পায়ের নখ বাঁকা হয়। তাই সাবধানে কাটুন।
শিশুর নখ সবসময় কাঁচি দিয়ে কাটতে হয়। সহজে কাটার জন্য হালকা গরম জলে ডুবিয়ে রাখতে পারেন।