ইষ্টদেবকে প্রণাম করে দিন শুরু করা উচিত। প্রতিদিন সকালে সমস্ত দেব-দেবীর আশীর্বাদ পেতে প্রণাম করুন।
শাস্ত্রে বলা আছে, ‘করাগ্রে বাসতে লক্ষ্মী, করমধে সরস্বতী, করমুলে স্থিতো ব্রহ্ম প্রবতে কার্দর্শনম্’।
সূর্য হল হিন্দু ধর্মে প্রত্যক্ষ দেবতা। প্রতিদিন সকালে স্নানের পর তামার পাত্র থেকে জল নিবেদন করুন।
প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে স্বাস্থ্য ভাল থাকবে। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে।
সকালে ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন।