হ্যাংওভার কাটাতে কলার মিল্কশেক খান। এতে বমি বমি ভাবও কেটে যাবে।
বিশেষজ্ঞরা বলছে, চকোলেটেও কেটে যায় অ্যালকোহলের হ্যাংওভার।
আগের দিনের হ্যাংওভার কাটাতে পরদিন সকালে পান করুন ডাবের জল
এই গরমে হ্যাংওভার কাটাতে দারুণ কাজ দেবে দই ভাত
চিনি ছাড়া পান করুন লেবুর জল। কেটে যাবে অ্যালকোহলের নেশা।