WhatsApp প্রায় প্রতিদিনই একটা করে নতুন ফিচার নিয়ে আসছে।

কয়েক দিন আগেই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিকে দেখা গিয়েছে, স্ক্রিন শেয়ার ফিচারটি টেস্ট করতে।

পাশাপাশি ইউজারনেমের আরও একটি ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি।

এবার WhatsApp Archive নামক আরও একটি চমৎকার ফিচার আসছে।

এর মাধ্যমে ইউজাররা তাঁদের পুরনো যে কোনও স্টেটাস পরবর্তীতেও দেখতে পারবেন।

WAbetaInfo-র সাম্প্রতিকতম রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।

ফিচারটি ইতিমধ্যেই রোলআউট করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকভাবে ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজ়নেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।