WhatsApp-এ ভয়েস/ভিডিয়ো কলিং ফিচার ব্যবহার করেন প্রচুর ইউজ়ার।
একটি নতুন ফিচার আসছে, এবার WhatsApp কলিং আরও সহজ হয়ে যাবে।
নতুন কলিং শর্টকাট ফিচারটি কলিংয়ের জন্য কন্ট্যাক্ট লিস্ট সহজে অ্যাক্সেস করতে দেবে।
সোজা কথায় বললে ইউজাররা WhatsApp না খুলেই কল করতে পারবেন।
সিঙ্গেল ট্যাপ করেই কল করতে পারবেন, ফিচারটি ডিভাইসের হোম স্ক্রিনে শর্টকাট থাকবে।
আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাই সুবিধা নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের 2.23.3.25 ভার্সন ডাউনলোড করতে হবে।