স্টেটাসেও শেষ পর্যন্ত ভয়েস নোট যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। 

স্টেটাস আপডেটে ভয়েস নোট শেয়ার করা হলে সেটিকে ‘ভয়েস স্টেটাস’ বলা হবে।

স্টেটাস ট্যাবের ঠিক নিচে একটি নতুন আইকন দেওয়া হচ্ছে।

সেখান থেকেই খুব দ্রুততার সঙ্গে স্টেটাস আপডেট হিসেবে একটা ভয়েস নোট পাঠিয়ে শেয়ারও করা যাবে।

স্টেটাস হিসেবে শেয়ার করা এই ভয়েস নোটও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হতে চলেছে, ঠিক যেমনটা ছবি বা ভিডিয়োর ক্ষেত্রে হয়ে থাকে।